শিক্ষণীয় গল্প: গাধার সাথে তর্ক!


একদা বনের মধ্যে একটা গাধা এবং একটি শিয়াল ঝগড়া শুরু করলো !!!

গাধা বললো… “ঘাস হলুদ”!!!
শিয়াল বললো.. “না, ঘাস সবুজ”!!!
না হলুদ…
না সবুজ…
এভাবে তাদের ঝগড়া চরম আকার ধারন করলো। অবশেষে ক্লান্ত হয়ে তারা বিচারের জন্য
বনের রাজা সিংহের কাছে গেলো।

সিংহ সব শুনে শিয়ালকে পুরো একমাস বন্দী রাখার এবং গাধাকে ছেড়ে দেয়ার আদেশ দিলো।
শিয়াল- সিংহকে প্রশ্ন করলো…. এটা কি আপনার ন্যায়বিচার?
ঘাস কি সবুজ নয়???

সিংহ উত্তর দিলো…. ঘাস অবশ্যই সবুজ.. কিন্তু আমি তোকে বন্দী রাখার আদেশ দিয়েছি
কারণ তুই জেনেশুনে গাধার সাথে তর্ক করেছিস…!!!

শিক্ষা:
আজকাল আমরা অনেকেই অযথা তর্কে জড়িয়ে পড়ি। এমন মানষের সাথে তর্কে লিপ্ত হই,
পৃথিবীর সকল প্রমাণ এনে দিলেও তাদের মতের বিপক্ষে গেলে তারা মানবে না।
বস্তুবাদী ও নাস্তিকদের স্বভাবও অনেকটাই এমন।


No comments