কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক নয়
ডাক্তার তাকে বলল কত দূরত্বে শুনতে পাচ্ছে কত দূরত্বে পাচ্ছে না এর জন্য একটা পরীক্ষা করতে হবে।
ডাক্তার লোকটাকে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন।
পরের দিন লোকটা তার স্ত্রীর শ্রবণশক্তি পরীক্ষার জন্য ৪০ হাত দূর থেকে তার স্ত্রীকে ডেকে বলল-
কীগো রাতের খাবারে আজ কী তরকারি?
তার স্ত্রী রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিল কোনো উত্তর এলো না। লোকটা আরও ১০ হাত এগিয়ে গিয়ে বলল-
কীগো রাতের খাবারের জন্য আজ কী রাঁধছো?
এবারও কোনো সাড়া এল না। লোকটা আরও ১০ হাত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো-
কীগো রাতে খাবারের জন্য কী রাঁধছো?
এবারও কোনো শব্দ এলো না। ১০ হাত দূর থেকে ডেকে জিজ্ঞেস করলো তারপরও কোনো সাড়াপেল না।
লোকটি এবার একেবারে তার স্ত্রীর পিছনে গিয়ে জিজ্ঞেস করলো কী গো রাতের জন্য কী তরকারি রাঁধছো?
এবার বউ মাথা ঘুরিয়ে রাগতস্বরে বললো এবারসহ ৫ বার বললাম মুরগি রাঁধছি।…
শিক্ষা:
আমরা অনেক সময় না জেনে অন্যের ওপর দোষ চাপাই। কোনো পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করে থাকি। কিন্তু সেই পরিস্থিতির জন্য যে আমরাও দায়ী সেটা মানতেই চাই না। জীবনের প্রতিটা পরিস্থিতি আমাদের সব দিক থেকে ভেবে দেখা প্রয়োজন।
Post a Comment