শিক্ষণীয় গল্প: ‘ভালোবাসার সত্যতা’


একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল: “ভালোবাসার সত্যতা কী ?”

তখন বৃদ্ধ তাকে বললো: “তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো।  মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজতে লাগলো” দিন শেষে বৃদ্ধর কাছে খালি হাতে এসে দাঁড়িয়ে পড়লো।

— বৃদ্ধ
প্রশ্ন করলো: “ফুল আনোনি ?” —

মেয়েটি বললো: “সারাদিন ফুল খোঁজার পর একটি ফুল সবচেয়ে ভাল লেগেছিল।

কিন্তুু, আমি আরো সুন্দর ফুলের আশায় আর ও সামনে এগিয়ে গেলাম। কিন্তুু, সামনে আর ভাল ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে ফিরে আসলাম, তখন দেখলাম- তা আরেক জন নিয়ে গেছে।

বৃদ্ধ তখন বললো: “এটাই হল ভালোবাসার সত্যতা“। যখন মানুষের সামনে তাঁর জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে, তখন মানুষ তার মর্ম বুঝে না।

আর যখন মর্ম বুঝে, তখন অনেক দেরি হয়ে যায়।

পেছনের টা আর ফিরে পাওয়া যায় না।”

No comments