কৌতুক: ‘চুলটা ছোট করে কেটে ফেলি’

স্ত্রীঃ এ্যাই শোনো, ভাবছি এই লক ডাউনে চুলটা ছোট করে কেটে ফেলি। কি বলো!

স্বামীঃ কেটে ফেলো…

স্ত্রীঃ এতো কষ্ট করে বড় করলাম…

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!

স্বামীঃ তাহলে কেটে ফেলো।

স্ত্রীঃ বন্ধুরা যে বলে, আমার যেরকম মুখের কাটিং, তাতে বড় চুলই মানায়।

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ কিন্তু ইচ্ছে তো করে..!

স্বামীঃ তাহলে কেটে ফেলো।

স্ত্রীঃ ছোট চুলে তো বিনুনি হবে না।

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ ভাবছি একবার এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!

স্বামীঃ তাহলে কেটে ফেলো।

স্ত্রীঃ বাজে করে কেটে দিলে!?

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ নাহ… কেটেই দেখি না একবার!

স্বামীঃ তাহলে কেটে ফেলো।

স্ত্রীঃ যদি আমাকে স্যুট না করে, তাহলে কিন্তু তুমি দায়ী!

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ আসলে ছোট চুল সামলাতে সুবিধা।

স্বামীঃ তাহলে কেটে ফেলো।

স্ত্রীঃ ভয় করে, যদি দেখতে খারাপ লাগে!

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রীঃ নাহ… একবার কেটেই দেখি!

স্বামীঃ তাহলে কেটে ফেলো…

স্ত্রীঃ তাহলে কবে যাবে?

স্বামীঃ তাহলে কেটো না।

স্ত্রী: আমি বাবার বাড়ি যাবার কথা বলছি!

স্বামীঃ তাহলে কেটে ফেলো!

স্ত্রীঃ কি সব বলছো? আবোল তাবোল! শরীর খারাপ নাকি তোমার!?

স্বামী: তাহলে কেটো না!

এরপর……….

সর্বশেষ খবর –

স্বামী এখন পাবনাতে ভর্তি আছেন, মাঝেমধ্যে হঠাৎ করে বলে ওঠেন,

“তাহলে কেটো না… তাহলে কেটে ফেলো! তাহলে কেটো না…তাহলে কেটে ফেলো!”

No comments