কবিতা: এক শতাব্দী ভালোবাসার পর

_______যোগ্যতা______

এক শতাব্দী ভালোবাসার পর,
তোমার হুট করে মনে হলো আমি তোমার যোগ্য নই।
তুমি বলেছিলে, আমি দুর্বল,ছুঁড়ে দিয়েছিলে যোগ্যতার প্রশ্ন;
তার সাথে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, এতদিনের এত স্বপ্ন।

সেদিন স্বপ্নগুলো রাস্তায় পিষে গিয়েছিল, শুধু আহত নয় নিহত হয়েছিলো;
আমার আত্মা, প্রেম, ভালোবাসারা।

যোগ্যতার ভার, ভালোবাসার ভার, একসাথে না টানতে পেরে ;
তোমার কথাই সত্যি করে দিলাম।
আমি দুর্বল…

আমি সেদিন পিষে যাওয়া স্বপ্নগুলোকে কুঁড়িয়ে নিইনি,
ইতি টেনেছিলাম।

দাফন হয়নি,পোড়ানো হয়েছিলো আমাকে;
যেমন মাটি পোড়ালে ইট হয়,
তেমনটা আমি পুড়ে গিয়ে শক্ত পাথর হয়ে গিয়েছিলাম।

এক শতাব্দী তোমাকে ভালোবাসার পর, আর কাউকে ভালোবাসতে ইচ্ছে হয়নি;
অথচ তুমি জানো আমি দিব্বি সংসার করছি,
ছেলে-মেয়ের মা হয়েছি।

অথচ এটাই জানলে না,
তোমার জন্য যোগ্য হতে হতে এসবের সুযোগই পাইনি।
আজ তোমার কথা মিথ্যে হয়ে গেল,
যোগ্যতার ভারে চাপা পড়ে গিয়েছে ভালোবাসাগুলো।

“ভালোবাসা” আর “যোগ্যতা” একসাথে টানা যায়না,
ভালোবেসে যোগ্য করা যায়,যোগ্য করে ভালোবাসা যায়না।

No comments