নেতিবাচক নয়, ইতিবাচক চিন্তাই জীবনে আনে সফলতা
শিকারিটি নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না যখন সে আশ্চর্যজনক ঘটনাটি প্রত্যক্ষ করল। এটি দেখে সে খুবই খুশি এবং গৌরবান্বিত হল। আনন্দে সে এতটাই উদ্বেলিত ছিল যে সে তার এই নতুন অর্জনটি তার বন্ধুদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করল।
সে তার কাছের এক বন্ধুকে হাস শিকারের যাওয়ার জন্য আমন্ত্রণ জানাল। শিকারে গিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকটি হাস শিকার করে ফেলল।
এরপর শিকারিটি তার কুকুরটিকে দৌড়ে গিয়ে হাসগুলো নিয়ে আসার নির্দেশ দিল। কুকুরটি দৌড়ে গিয়ে পানির উপর থেকে হাস গুলো নিয়ে এলো। এভাবে সারাদিন ধরে কুকুরটি দৌড়ঝাঁপ করে পানির ওপর থেকে হাস সংগ্রহ করে নিয়ে এলো।
এ জন্য শিকারি ব্যক্তিটি তার বন্ধুর কাছ থেকে কিছু প্রশংসা প্রত্যাশা করছিল, কিন্তু তার বন্ধু কোনও প্রশংসাই করল না।
যখন তারা বাসায় ফিরছিল শিকারিটি তার বন্ধুর কাছে জিজ্ঞেস করল সে কি কুকুরটি মধ্যে কোনও আশ্চর্যজনক কিছু দেখেছে কিনা।
প্রত্যুত্তরে বন্ধু বলল “ হ্যাঁ, অবশ্যই, আমি কিছু অবলোকন করেছি, কুকুরটি সাতার কাটতে জানে না”। এতে তার বন্ধু খুবই বিরক্ত ও মনঃক্ষুণ্ণ হল। আমাদের মাঝেও এমন কিছু মানুষ আছে যারা শত ইতিবাচকতার মাঝে নেতিবাচক বেপারটিই খুঁজে বেড়ায়।
Post a Comment