আর্থিক সফলতার ব্যাপারে ওয়ারেন বাফেট এর ১০টি উক্তি
অর্থ উপার্জন ও এর সঠিক ব্যবহারই মানুষকে সফলতা এনে দেয় । বিশ্বের অন্যতম সেরা ধনী ও মার্কিন অর্থনীতিবিদ ওয়ারেন এডওয়ার্ড বাফেট সাফল্য আনায়নে আর্থিক বিষয়ের দশটি দর্শনের প্রতি আলোকপাত করেছেন । সেগুলো হলো………
১। আয়ের থেকে খরচ কম রাখা ।
২।খরচ কে চাহিদা এবং সামর্থের মধ্যে বেঁধে রাখা ।
৩। কেনাকাটায় ভবিষ্যৎ মূল্যায়ন করে খরচ করা ।
৪। একটিতে সীমাবদ্ধ না থেকে আয়ের এর নানা পথ খোজা ।
৫। জীবনে বড় পরিবর্তন এলে ও জমা খরচ মিলিয়ে নেয়া ।
৬। আর্থিক হিসাব গুলোতে নিয়মিত নজর রাখা ।
৭। নিজের ব্যাংক সম্পর্কিত বিষয় নিজে সামলানো ।
৮। অর্থের ব্যাপারে বুদ্ধিগত সীমাবদ্ধতার কথা মাথায় রাখা ।
৯। বিনিয়োগের ঝুঁকি এড়াতে সাথে বিকল্প ব্যবস্থা রাখা ।
১০। বিশেষজ্ঞদের উপদেশ মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া ।
Post a Comment