শিক্ষণীয় গল্প: বুদ্ধিমান ভবিষ্যৎ ভেবে কাজ করে
এক লোকের একটি ঘোড়া ও একটি গাধা ছিল। একদিন সে আত্মীয়ের বাড়ি রওনা দিল। তার গাধা ও ঘোড়াকেও সঙ্গে নিল। লোকটি তার সঙ্গে থাকা যাবতীয় পণ্য সামগ্রী গাধার পিঠে চাপিয়ে দিল। ওজনের চাপে গাধার তো প্রাণ যায় যায়।
সে ঘোড়াকে অনুরোধ করে বলল, ‘ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। এত ওজন নিয়ে আমি তো চলতে পারছি না, কিছু জিনিস তোমার পিঠে নিয়ে আমাকে একটু হালকা কর। আরাম প্রিয় ঘোড়াটি কিছুতেই তা করতে রাজি হল না।
কিছুক্ষণ পর ভার সইতে না পেরে গাধাটি পণ্যসামগ্রী নিয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করল। অগত্যা লোকটি গাধার পিঠে চাপানো সব সামগ্রী ঘোড়ার পিঠে তুলে দিল। এমনকি মরা গাধাটিকেও তার পিঠে চাপিয়ে দিল।
এবার ঘোড়াটি বুঝতে পারল অত ওজন নিয়ে হাঁটতে কী কষ্ট। সে আক্ষেপ করে মনে মনে ভাবল, ভবিষ্যৎ না ভেবে উপযুক্ত ফলই পেলাম।
Post a Comment